কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিকসা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে সেপ্টেম্বর ২০২১ ১২:৫৫ অপরাহ্ন
কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিকসা চালক নিহত

কালিয়াকৈরে বাসের ধাক্কায়  অটোরিকসা চালক নিহত


 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বাসের ধাক্কায় অটো রিস্কা চালক  নিহত  নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫জন। নিহত অটোরিকসা চালকের পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এসময় অটোরিকসা চালক বাসটির নিচে চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় আরও ৫ জন যাত্রী আহত হয়।


তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।