আশাশুনির মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর ২০২১ ০২:৪৬ অপরাহ্ন
আশাশুনির মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

আশাশুনি উপজেলার শ্রীউলায় মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম গোলাম রসূল ডাবলু (২৭)। সে উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের পুত্র।বৃহস্পতিবার সকালে শ্রীউলা চৌধুরী বাড়ির মোড় ও ছাত্তারের বরফ মিলের পশ্চিম পাশে রাশিদুজ্জামানের রাশেদের মৎস্য ঘের থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের অ-কোষসহ বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে মাহফিল শোনার উদ্দেশ্যে যায় ডাবলু।  সেখান থেকে সে আর বাড়ী ফেরেনি। রাতে তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। সকাল ৭টার দিকে স্থানীয় কয়েকজন লোক রাশিদুজ্জামান রাশেদের মৎস্য ঘেরে তার মরদেহটি ভাসতে দেখে আশাশুনি থানা পুলিশকে খবর দেয়।


পরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির, ও ওসি তদন্ত বিশ্বজিৎ অধিকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

,