নওগাঁয় রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ১৮ই ডিসেম্বর ২০২১ ০১:৪৫ অপরাহ্ন
নওগাঁয় রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁয় চোখ উপড়ে ফেলা ও গোপনাঙ্গ কর্তন অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার লস্করপুর নামক এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় ও নাম ঠিকানা এখনও জানা যায়নি।স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পায় তারা। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 


নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই অজ্ঞাত যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা মরদেহটি চিনতে পারছেনা। হয়তো অন্যকোন এলাকার হতে পারে ওই যুবকটি।এ ছাড়াও তার গোনাঙ্গও কেটে ফেলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।