কুষ্টিয়ায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৩০ মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ২৪শে জানুয়ারী ২০২২ ০৪:৪৪ অপরাহ্ন
কুষ্টিয়ায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৩০ মৃত্যু ১

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সহিদা চৌধুরী (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩০ জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৫ মাসের মধ্যে এটিই কুষ্টিয়ায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড বলে জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।


আজ সোমবার (২৪ জানুয়ারি) কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।সিভিল দপ্তরের দপ্তর থেকে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৪০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে পজেটিভ হন ১৩০ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০১ শতাংশ।  


কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৭ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ১৯ হাজার ৪৮৯ জনের। এর মধ্যে ১৯ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৪৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ৪৬৫ জন।

  

এদিকে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ায় করোনা শনাক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।