রাজধানীর উত্তরখান এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, আজ শুক্রবার দুপুর ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থল যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।