টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বামনহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বামনহাটা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল হামিদ(৩৫), মৃত খোয়াজ আলী শেখের ছেলে খলিলুর রহমান(৪৫), মতিয়ার রহমানের ছেলে ইউসুফ আলী(৩০), ওছিম উদ্দিনের ছেলের মো. বাবলু (৩৫), মৃত তাজু শেখের ছেলে মো. চান্দু শেখ (৫০) ও মজিবুর রহমানের ছেলে শেখ রাসেল(৩৫)।
ভূঞাপুর থানার এস.আই মো. জেলকদ জানান, শনিবার রাতে উপজেলার চর বামনহাটা গ্রামে আব্দুল হামিদের ঘরে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৬ জনকে মাদকের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। রবিবার (৩০ জানুয়ারি) সকালে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।