হিজলায় টার্কি,কবুতর ও কোয়েল পালন প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ২৯শে নভেম্বর ২০২১ ০২:৪৩ অপরাহ্ন
হিজলায় টার্কি,কবুতর ও কোয়েল পালন প্রশিক্ষণের উদ্বোধন

 উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো অপারেশন এজেন্সি ( জাইকা ) এর সহযোগিতায় টার্কি, কবুতর ও কোয়েল পালন প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ ও বেকারত্ব দূরীকরণ সম্পর্কিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 


বরিশালের হিজলা উপজেলা পরিষদের বাস্তবায়নে ২৯ নভেম্বর সোমবার সকাল ১০টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে টার্কি, কবুতর ও কোয়েল পালন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। প্রশিক্ষণ বিষয়ে  স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ইউডিএফ মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুশান্ত দাশ সহ প্রশিক্ষণার্থীগণ।