বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের, বিএমপির পাশে কমিউনিটি পুলিশিং ফোরামে যুক্ত সমাজের সকল ক্লিন ইমেজের আন্তরিক অংশগ্রহণ পারে একটি নিরাপদ বরিশাল উপহার দিতে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সএ বিশেষ কমিউনিটি পুলিশিং সভায় একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
সভার শুরুতে উপস্থিতিদের সমাজ সংস্কারের সাথে যুক্ত সকল চালিকাশক্তি আখ্যায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, অপরাধ নিবারণে একটি সুসজ্জিত প্লাটফর্ম কমিউনিটি পুলিশিং ফোরাম। নিরাপদ সমাজ বিনির্মানে আমরা কতটুকু সফল বা ব্যর্থ হয়েছি তা পরীক্ষা করে আমাদের পাশে থেকে আপনাদের পরামর্শ ও সিদ্ধান্ত দেয়ার মাধ্যমে সম্মিলিতভাবে এ সমাজ বদলে দিতে পারি।
কমিশনার আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জনগণের পুলিশ হতে। উন্নয়নশীল সোনার বাংলায় সেই জনগণের প্রত্যাশার সমান স্বপ্নের পুলিশ বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে আমরা সত্যিকার অর্থে উন্নত দেশে পরিনত হতে পারি।
তিনি বলেন, বরিশালের মানুষ পজেটিভ চরিত্রের মানুষ, শৃঙ্খলা নির্মাণে কমিউনিটি পুলিশিং ফোরামে যুক্ত সমাজের সকল ক্লিন ইমেজের আন্তরিক অংশগ্রহণে পুলিশ ও জনগণের দূরত্ব দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ রাসেল পিপিএম সেবা এর সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর-দপ্তর বিএমপি) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, বিএমপির সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ সহ কমিউনিটি ফোরামের সম্মানিত সভাপতি প্রফেসর (সাবেক অধ্যক্ষ বিএম কলেজ) মোঃ ইমানুল হাকিম, সকল উপদেষ্টা ও সদস্যমন্ডলী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।