পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা খেদাছড়া পলাশপুর ৪০ বিজিবি ব্যাটালিয়ন দুর্গম পাহাড়ী জনপদে সীমান্ত সুক্ষাসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পাহাড়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি শীতার্ত ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত প্রসারিত করেছে গুইমারা সেক্টরের আওতাধীন পলাশপুর জোন ৪০, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, ঢেউ টিন, বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ঔষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পলাশপুর ব্যাটালিয়ন সদরে মানবিক সহায়তা বিতরন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন এনডিসি, পিএসসি, জি।
এসময় পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি, উপ-অধিনায়ক মেজর মো. খসরু রায়হান জি আর্টিলারী, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইনসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে অফিসার্স মেস এলাকায় বৃক্ষরোপন, কোয়ার্টার গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ এবং চিত্তবিনোদন কক্ষে বিজিবির সৈনিকদের সাথে মতবিনিময় করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন এনডিসি, পিএসসি, জি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।