মুলাদীতে যুবকের গলা কাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মে ২০২২ ০৫:৪১ অপরাহ্ন
মুলাদীতে যুবকের গলা কাটা মরদেহ

বরিশালের মুলাদী উপজেলায় মনির হাওলাদার (৩২) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মনির উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের ছালাম হাওলাদারের ছেলে। তিনি আগে স্থানীয় বাস কাউন্টারের টিকিট বিক্রেতা হিসেবে দায়িত্ব পালন করতেন।


পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মে) সকালে চরকমিশনার গ্রামের আবুল সরদারের বাড়ির পাশের জমির আইলে মনিরের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দেয়।


এ ঘটনায় জামাল মৃধা ও আলম হোসেন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন‌্য আটক করেছে পুলিশ। তারা একই এলাকার বাসিন্দা।


নিহত মনিরের ভাই পাভেল হাওলাদার বলেন, মনির দীর্ঘদিন য‌াবৎ একই এলাকার পার্শ্ববর্তী কামাল সরদারের গরুর খামারে কাজ করত। এর বিনিময়ে কামাল সরদারের কাছ থেকে কোনও টাকা পায়নি মনির। এ নিয়ে কামাল সরদার ও মনিরের মধ্যে বিরোধ চলে আসছিল। এছাড়া কারও সঙ্গে দন্ধ নেই মনিরের।  


তিনি আরও বলেন, একাধিকবার টাকা চেয়েও পায়নি মনির বরং তাকে জেল খাটানোর হুমকি দেওয়া হয়েছিল। সোমবার (২৩ মে) রাত ৯টার দিকে মনির আমার কাছ থেকে ৫০ টাকা চেয়ে নিয়েছিল। এরপর আর দেখা হয়নি। মঙ্গলবার সকালে তার খুন হওয়ার খবর পাই।


বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান।


তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কেন কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।


এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।