ই-গভর্নেন্স সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুরে অধ্যাপক রুহুল হক

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে মে ২০২২ ০৮:৪৮ অপরাহ্ন
ই-গভর্নেন্স সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুরে অধ্যাপক রুহুল হক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আইসিটি বিষয়ে আন্তর্জাতিক ই-গভর্নেন্স পরিসংখ্যান সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুরে পৌছেছেন। 

উন্নয়নশীল ডিজিটাল সরকারের আইসিটি বিষয়ে আন্তর্জাতিক ই-গভর্নেন্স পরিসংখ্যান সেমিনারে অংশ নিতে সরকারি সফরে সিঙ্গাপুর পৌছেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। 


আগামীকাল (২৭ মে) সকাল ৯ টা থেকে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে "উবাবষড়ঢ়রহম উরমরঃধষ এড়াবৎহসবহঃ ঝঃৎধঃবমরবং : অহ ঙৎরবহঃধঃরড়হ ড়হ ব-এড়াবৎহধহপব "  শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। ২৭ মে সিংগাপুরের স্থানীয় সময় সকাল ৯ টা  থেকে ৩০ মে বিকাল পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সেমিনারের শুভ উদ্বোধন করবেন।


বাংলাদেশ থেকে ডাঃ রুহুুল হক এমপি ও আরও ৭ জন সংসদ সদস্য এই সেমিনারে অংশগ্রহণ করছেন।