খুলনা থেকে নিখোঁজের ১১ দিন পর দিনাজপুরের হিলি থেকে আকাশ অধিকারী (১৬) নামের এক কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ।উদ্ধারকৃত কিশোর খুলনা জেলার ডুমোরিয়া থানার টিপনা গ্রামের নবীন অধিকারীর ছেলে।
বুধবার (৮ জুন) বেলা ১১ টায় উদ্ধারকৃত কিশোর আকাশকে তার পিতা নবীন অধিকারীর হাতে তুলে দেন হাকিমপুর (হিলি) থানার পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ খায়রুল বাশার।
শিশুটির পিতা নবীন অধিকারী বলেন, গত ২৭ মে বাড়ি থেকে আমার ছেলে হারিয়ে যায়। আত্মিয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও ছেলেকে পাইনি। পরে ফেসবুকে ছেলেকে হারানোর বিষয়ে পোস্ট করি। পরে জানতে পারি হিলি থানায় আমার ছেলে আছে। আজ থানায় হাজির হয়েছে। থানার সকল পুলিশ স্যাররা আমার ছেলেকে আমার হাতে তুলে দেন। ছেলেকে পেয়ে আমি খুব খুশি।
এবিষয়ে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, গত পরশুদিন হিলি বাজারে অচেনা এক কিশোর ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে ঐকিশোরকে পুলিশ থানায় আনে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারি তার বাড়ি খুলনা জেলায়। পথ ভুলে ট্রেনযোগে হিলিতে চলে আসছে। পরে খুলনা জেলার ডুমোরিয়া থানায় যোগাযোগ করি। আজ তার পরিবারের লোকজন এবং বাবার হাতে উদ্ধারকৃত কিশোর আকাশ অধিকারীকে হস্তান্তর করি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।