দখল ও আবর্জনায় মরতে বসেছে মিরপুরের রূপনগর খাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৩ই জুন ২০২২ ০১:০১ অপরাহ্ন
দখল ও আবর্জনায় মরতে বসেছে মিরপুরের রূপনগর খাল

আবাসন প্রতিষ্ঠানের দখলের থাবায় প্রায় মরতে বসেছে রাজধানীর মিরপুরের রূপনগর খাল। অবৈধ স্থাপনা আর কল-কারখানার আবর্জনা ফেলায় বন্ধ হওয়ার পথে পানি প্রবাহ। নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনা জমে ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। উত্তর সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, খালের পাশে ওয়াকওয়ে ও সাইকেল লেন করার পরিকল্পনা নিয়েছে।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালটিতে ভাঙা সোফা, ফেলে দেওয়া সুটকেস, আবর্জনার বস্তা, সোলার টুকরা সবই আছে, নেই শুধু পানির প্রবাহ। অথচ এক সময় যে খালে নৌকা চলত, বড় বড় মাছ ধরা পড়ত, সে খাল এখন সরু নর্দমা। সচেতনতা আর নজরদারির অভাবে প্রতিদিন খালে পড়ছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর কল-কারখানার বর্জ্য। কোনো কোনো স্থানে পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। ফলে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এলাকা। সঙ্গে দুর্গন্ধ আর মশার অত্যাচার তো আছেই।


রূপনগর আবাসিক এলকার ৩০ নম্বর রোডে দেখা যায়, খালের জায়গায় অস্থায়ী স্থাপনা তৈরি করে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। শুধু নিম্নআয়ের মানুষগুলোই না, খালের দুই ধার দখল করেছে কয়েকটি নামিদামি আবাসন প্রতিষ্ঠানও।স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সেনাবাহিনী খালের সীমানা নির্ধারণের কাজ শেষ করলেই দখলদারদের উচ্ছেদ করা হবে।শুধু দখল মুক্ত করলেই হবে না, নিয়মিত নজরদারি আর পরিষ্কার না করলে খালটির অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে বলে শঙ্কা এলাকাবাসীর।