সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে এপ্রিল ২০২২ ০২:৪৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় বাবু হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বগুড়া-পাবনা রোডে পাগলা কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। 


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আশা পাবনাগামী একটি বাস অপরদিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং গুরুত্বর আহত হন আরও দুইজন ।