দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২৫শে জুন ২০২২ ১০:৩৭ অপরাহ্ন
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু এবং এক হাজার ২৮০ জন রোগী শনাক্ত হয়েছে।শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল (শুক্রবার) করোনায় কারও মৃত্যু না হলেও ১ হাজার ৬৮৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৫৫টি এবং পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৯২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।