ঈদে ব্যবসার চাকা এখনো ঘুরেনি

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে জুন ২০২২ ০৩:০৬ অপরাহ্ন
ঈদে ব্যবসার চাকা এখনো ঘুরেনি

দুই সপ্তাহ পরেই আমাদের মাঝে আসছে মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সারাবছর ব্যবসায়ীদের দোকানপাটের বেচা-কেনার মন্দাভাব কেটে যায় ঈদের সময়। ঈদ আনন্দে মেতে উঠে সাধারণ মানুষেরা ভীড় জামায় দোকানপাটে। কেনাকাটা করে সৌন্দর্য বর্ধিত পোশাক-আশাক সহ বিভিন্ন প্রসাধনী।


আসছে ঈদকে ঘিরে এখনো মেহেরপুরে জমে ওঠেনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কেনাবেচা। আজ (২৮শে জুন) মঙ্গলবার জেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের উপস্থিতি অর্ধেকেরও কম দেখা যায়। জেলার বাণিজ্যখ্যাত বামন্দী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে দেখা মিলে থরে থরে সাজানো রয়েছে রঙিন রাঙা বিভিন্ন পোশাক-আশাক; লেহেঙ্গা, থ্রীপিচ, শর্টপিচ, খিমার, বোরকা এবং পাঞ্জাবি-পাজামা, জুতা-সেন্ডেল, শাট-প্যান্ট সহ বিভিন্ন পোশাক সামগ্রী। তবে আধুনিক মডেলের নতুন নামের বিভিন্ন পোশাক-আশাক আধিপত্য সৃষ্টি করেছে ঈদ বাজারে।


বামন্দী বাজারের এমএ গার্মেন্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,'হাতে এখনো সপ্তাহের উপরে সময় রয়েছে, আশা করছি আল্লাহর রহমতে ব্যবসা আশানুরূপ হবে। কেনা-বেচা এখন খুব কম তবে চলতি সপ্তাহের শেষের দিকে থেকে ক্রেতাদের  ভীড় জামবে আশা করা যাচ্ছে।'


একই বাজারের কসমেটিকস ব্যবসায়ী নিউ ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ বলেন,'করোনা ভাইরাসের সময় দীর্ঘদিন দোকানপাট বন্ধ রাখতে হয়েছে দু'টি ঈদের ব্যবসা আমরা করতে পারিনি। তবে এবার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে তবে ঈদ বাজারের হাওয়া এখনো লাগেনি।'


ঈদকে ঘিরে বাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে বামন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু বলেন,'আমাদের বামন্দী বাজারে বিগত দিনে ঈদের ব্যবসাকে কেন্দ্র করে কোন দৃষ্টিকটু ঘটনা ঘটেনি, আশা করছি এবারও ঘটবে না।'গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন,'ঈদকে কেন্দ্র করে শৃঙ্খলা রক্ষায় আমরা সচেতন রয়েছি। ঈদ আনন্দে মেতে উঠে মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো কিংবা আইন বহিঃভূত কোন কাজ সংঘটিত হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি।'