ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট এবং বাবুগঞ্জ ও গৌরনদী থানাধীন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কে মাইক্রোবাস চাপায় মোটর সাইকেল অরোহী নিহত হয়েছে। বুধবার মহাসড়কের শিকারপুর ব্রিজের ঢালে ইচলাদি টোলঘর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল অরোহী বেল্লাল হোসেন শেখ (৪০) রাজবাড়ীর হরিনডাঙ্গা এলাকার আমিন শেখের ছেলে।
বাবুগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানান, টিভিএস এ্যাপাচি ব্যান্ডের মোটর সাইকেলে বেল্লাল গৌরনদীর দিকে যাচ্ছিলো। এসময় অজ্ঞাত মাইক্রোবাস মোটর সাইকেল তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেছে। বেল্লালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বেল্লাল একা থাকায় বিস্তারিত তথ্য কেউ জানাতে পারেননি বলে এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর নামক এলাকায় যাত্রীবাহী দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ১৮ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় ঢাকা থেকে বরিশালগামী বরিশাল এক্সপ্রেস ও বরিশাল থেকে ঢাকাগামী আল মোবারাকা নামের দুটি যাত্রীবাহি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের ৩২ জন যাত্রী আহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেল্লাল জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল তিনটার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়।
অপরদিকে দুপুরে বরিশাল নগরীর কাশিপুরের বাসতলা এলাকায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই সুমন জানান, বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিলো। কাশিপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সাথে মুখেমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুই যানবাহনের দুজন চালক আহত হয়েছে। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।