রাঙ্গুনিয়ায় বনরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় সভা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: শুক্রবার ২২শে জুলাই ২০২২ ০৪:৩৯ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় বনরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় সভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারের বর্ষাবাসিক সংঘদান উপলক্ষে ধর্মীয় সভা বিহার প্রাঙ্গণে শুক্রবার (২২ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। 


সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহ সভাপতি বিপুলানন্দ মহাথের। আশীর্বাদক ছিলেন পশ্চিম শিলক সার্বজনীন জেতবন বিহারের মহাধ্যক্ষ সুখানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বাটাপাহার শালবন বিহারের অধ্যক্ষ সুমনাতিষ্য মহাথের। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া। বিহার সভাপতি কালী কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশীষ বড়ুয়া, রঘুনাথ মজুমদার, ইউপি সদস্য বিকাশ কুমার দেওয়ানজী, বিহার সাধারণ সম্পাদক সাধন চন্দ্র বড়ুয়া, কার্যকরী সভাপতি তরুণ কুমার বড়ুয়া প্রমুখ। 


ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় সভায় বক্তব্য দেন শিক্ষক রঞ্জন বড়ুয়া।