দেবীদ্বারে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণীর দুই ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: সোমবার ১৮ই জুলাই ২০২২ ০৫:৫৯ অপরাহ্ন
দেবীদ্বারে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণীর দুই ছাত্রের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে ওই ঘটনাটি ঘটে। 


নিহত জুনায়েদ ওই গ্রামের আবু কালামের ছেলে এবং রিহান একই বাড়ির মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। উভয়ই নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়ণরত। 


একই বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, শিশু দুইটি বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে শিশু জুনায়েদ পানিতে ডুবে যায় এসময় তাকে উদ্ধার করতে গিয়ে রিহানও ডুবে যায়। 


তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। শুনেছি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দুটি পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানালে বিস্তারিত তথ্য খোঁজ নিয়ে দেখবো।