জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরাইলে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৪শে জুলাই ২০২২ ০৩:৩৭ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরাইলে পুরস্কার বিতরণ

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে  শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাত দিন  চলবে ২৯ জুলাই পর্যন্ত। আজ (২৪ জুলাই) সকাল ১০টায় সরাইল উপজেলা চত্বরের সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।উপজেলা চত্বর সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ’।


মৎস্য সপ্তাহ উপলক্ষে সরাইল মৎস্য দপ্তর বিভিন্ন প্রচারণা করছে। র‍্যালী শেষে সকাল সাড়ে দশটা উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটো রিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর,বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা মৎস্য অফিসের সহকারী মো. জসিম উদ্দিন, এ সময় বক্তব্য রাখেন, সরাইল থানা পরিদর্শক তদন্ত মো, শিহাব হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. মনিরুজ্জান,মো.মোস্তফা মিয়া,দূর্গা চরণ দাস সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করবো।


মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। তারা আরও বলেন,আমরা চাইব যে যেখানে আছেন পুকুর খাল, নদী- নালা, হাওর,বিল সব জায়গায় মাছের  চাষ করবেন।  তাহলে গ্রামীণ বা হাওর অঞ্চলের অর্থনীতি উন্নয়ন হবে থাকবেনা এলাকায় বেকারত্ব।পরে অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তি করা হয়েছে দুপুরে। তবে পুকুরে সরকারি মাছের পোনা অবমুক্তির সময় অনেকে মুখরোচক আলোচনা করেছে।অনুষ্ঠান শেষে তিন জনকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শামীম মিয়া।