ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৪শে জুলাই ২০২২ ০৫:৫৫ অপরাহ্ন
ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পোনা অবমুক্ত

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বেলা ১২ টার দিকে একটি র‌্যালী বেরা করা হয়। 


র‌্যালী শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় পোনা অবমুক্ত ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। 


এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্যচাষী কামরুজ্জামান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব, সঞ্চালক পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সাব-ইন্সপেকটর সবুজ আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখসহ বিভিন্ন মৎস্যচাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভা শেষে সাবেক ইউপি চেয়ারম্যান ও সফল মৎস্যচাষী কামরুজ্জামানকে শিং মাগুর চাষী হিসেবে, জাহিদুল ইসলামকে গুলশা পাবদা মাছ চাষী হিসেবে ও এ.কে.এম মোস্তাফিজুর রহমানকে কার্প মিশ্র জাতীয় সফল মাছ  চাষী হিসেবে পুরুস্কৃত করা হয়।