মোংলা বন্দরে তিন দিনব্যাপী সেফটি ইনডাকশন প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৬শে জুলাই ২০২২ ১০:১৪ অপরাহ্ন
মোংলা বন্দরে তিন দিনব্যাপী সেফটি ইনডাকশন প্রশিক্ষণ উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষ ও সীল্যান্ড মাকর্স বাংলাদেশের যৌথ আয়োজনে বন্দর ব্যবহারকারীদের নিয়ে সেফটি ইনডাকশন ট্রেনিং- ২০২২ উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় বন্দরের সম্মেলন কক্ষে  তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মো. আব্দুল ওয়াদুদ তরফদার, (সি), এনপিপি,পিএসসি,বিএন।


উদ্বোধনী অনুষ্ঠানে কমোডর আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মোংলা বন্দরের কর্মদক্ষতা, স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক বৃদ্ধিতে সহায়তা করবে। ভবিষ্যতে মোংলা বন্দরে এধরণের সেফটি ইনডাকশন ট্রেনিং চলমান থাকবে। যার ফলে মোংলা বন্দর সুরক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে বন্দরের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।


প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীল্যান্ড মার্কস বাংলাদেশ কোম্পানীর চিফ অপারেশন অফিসার ক্লাইভ ভ্যান অনসেলে, কান্ট্রি ম্যানেজার মো. তানিম শাহরিয়ার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. আব্দুল্লাহ আল মেহেদি,বিএন।


এতে মোংলা বন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং বন্দরে পণ্য খালাসের সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষকদের নিয়ে মোট ৩০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।