কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিষ্টি খাতুন নামের এক কিশোরী। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের মুকুল মিয়ার মেয়ে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানাযায়, গত বুধবার প্রতিবেশী আছর উদ্দিনের ছেলে নাঈম সরকার মিষ্টির শ্লীলতাহানির চেষ্টা করে। শ্লীলতাহানির অভিযোগে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিচারকরা বিষয়টির সমাধান করতে অপারগতা প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
মিষ্টি যাতে আইনি পদক্ষেপ না নিতে পারে সেজন্য নাঈমের পরিবার মিষ্টিকে বিভিন্ন ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে শুরু করে। এমনকি সে বাড়ির বাইরে বের হলে তারা তাকে নানাভাবে ভয়ভীতি দেখাত ও গালমন্দ করতো।
ব্যাগ সেলাইয়ের দোকানে কাজ করত মিষ্টি। রোববার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মারার চেষ্টা।
এই অপমান সইতে না পেরে ঘরের ভিতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিষ্টি। এ ঘটনার পর থেকে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ফলে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, মৃত কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।