গোয়ালন্দে গাঁজাসহ ১ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা আগস্ট ২০২২ ০৪:১৫ অপরাহ্ন
গোয়ালন্দে গাঁজাসহ ১ মাদককারবারী গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার মকবুলের দোকান এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক মাদক কারবারি হলো, গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিজয় বাবুর পাড়া এলাকার মো. রজব আলী মোল্লার ছেলে মোঃ ইমরান মোল্লা (৪১)।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম, সঙ্গীয় র্ফোসসহ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মগবুলের দোকান সংলগ্ন জনৈক মোঃ শরীফুল এর তাহসান ষ্টোরের সামনে থেকে মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে ১কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত ১ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।উক্ত গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্যে  আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।