ভূঞাপুরে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ২৪শে আগস্ট ২০২২ ০৪:৫৪ অপরাহ্ন
ভূঞাপুরে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর

ভূঞাপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেলো ৭ বছরের শিশুর।  মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের দড়িপাড়া নিকলা গ্রামে। ফাতিমা ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও দড়িপাড়া নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 


পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার নিকলাদড়ি পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ঘরের মধ্যে গামছা দিয়ে খেলছিলো। এসময় শিশুটির মা হাওয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন তার মেয়ে গামছাসহ ঝুলে রয়েছে। সেখান থেকে দ্রুত নামিয়ে শিশুটিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


তিন বোনের মধ্যে ফাতিমা ছিলো সবার ছোট। বাবা দুলাল হোসেন স্থানীয় ইটভাটার শ্রমিক। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 


এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আজ সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।