কাউখালীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই সেপ্টেম্বর ২০২২ ০৪:১৯ অপরাহ্ন
কাউখালীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে  উপজেলা হলরুম কাউখালী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, অফিসার ইনচার্জ বনি আমিন, কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মেহেদী হাসান, ব্যবসায়ী আব্দুর রহিম সহ আরো অনেকে।


পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে একজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের রাজ্জাক মীরের ছেলে মোশারফ মীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার রাতে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, রোগীর প্রপার ট্রিটমেন্ট চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ভয় পাবার কিছু নেই।