ঢাকা থেকে বরিশালে আসার পথে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাস হঠাৎ করেই সড়কের পাশের খাদে পড়ে যায়।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী এলাকায় ঘটা এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
তবে হাতে গোনা কয়েকজন আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার ভোররাতে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী এলাকায় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে চালক ঘুমিয়ে পরায় দ্রুতগতির পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।