মহিপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৫ই অক্টোবর ২০২২ ০৬:৩৫ অপরাহ্ন
মহিপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরের কমরপুর গ্রামে তেঁতুল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে মহিপুর থানা পুলিশ গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম ইলিয়াশ হোসেন (২২)। সে কখনো ভ্যান চালাতো আবার কখনো দিন মজুরের কাজ করতো।


নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে তার ঝগড়ার পর স্ত্রীকে শ্বশুর বাড়ি পৌছে দিয়ে বাড়ি চলে আসে। এরপর ঘরে কিছুক্ষণ থেকে সে বাইরে বের হয়ে যায়। পরে তার মরদেহ গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। 


পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবাহিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। 


মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান,  স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১১টার দিকে ইলিয়াশের মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। 


বুধবার সকালে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।