নবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২৫শে সেপ্টেম্বর ২০২২ ০৩:৪১ অপরাহ্ন
নবাবগঞ্জে  ২ কেজি গাঁজাসহ ১ জন আটক

দিনাজপুরের  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা  চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায়  ২ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেন। 



নবাবগঞ্জ থানা সূত্র থেকে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি হাকিমপুর থানাধীন বোয়ালদার ইউনিয়নের ষষ্টি পাড়া গ্রামস্থ মৃত আবেদ আলী এর ছেলে মোঃ সোহাগ বাবু (৩৫)। রবিবার সকাল অনুমান ১১.৩০  ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন বড় বাড়ীয়া মৌজাস্থ ধরন্দা গ্রামস্থ জনৈক মোঃ শাহাজুল ইসলামের বসতবাড়ির উত্তর-পশ্চিম দিকে অনুমান ৫০০ গজ দূরে তুলসী ডাঙ্গা নদীর পূর্ব পাড়ে জনৈক মোঃ লুলু মিয়ার ইউক্লিপক্টাস বাগানের ভেতর অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার কর হয়। নবাবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করেন।