শরৎকালে ঘন কুয়াশা পঞ্চগড়ে, জানান দিচ্ছে শীতের আগমন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১৪ই অক্টোবর ২০২২ ১১:০০ পূর্বাহ্ন
শরৎকালে ঘন কুয়াশা পঞ্চগড়ে, জানান দিচ্ছে শীতের আগমন

পঞ্চগড়ে গত দুদিন ধরে ভোর রাত থেকে সকাল পর্যন্ত পড়ছে শীতকালের মত কুয়াশা। শরৎকালেও শীতের মত ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়। শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত শিশিরের মত কুয়াশা পড়তে দেখা গেছে। ধোঁয়া ধোঁয়া কুয়াশার মাখামাখিতে ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ে এখন অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করতে উচ্ছ্বসিত হচ্ছেন পঞ্চগড়বাসী।


ঋতু পরিক্রমায় শরৎকালের শুরুতেই পঞ্চগড়ে কুয়াশায় ডুবেছে পঞ্চগড়। গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। ধানক্ষেতের ডগায় উঁকি দিচ্ছে শিশিরের ঝলকানি। ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।


এদিকে তাপমাত্রা কমে গিয়ে ২১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আজ সকাল ছয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রী রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে ৩০ থেকে ৩১ ডিগ্রীতে উঠানামা করছে তাপমাত্রা। তবে বৃষ্টি হলে তাপমাত্রা ২৮ ডিগ্রীতে নেমে আসে।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ধীরে ধীরে শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। কুয়াশার স্থায়িত্বও বেড়ে যাবে। তবে বৃষ্টি না হলে দিনের বেলায় থাকবে গরম। বর্তমানে ধোঁয়া ধোঁয়া কুয়াশা পড়ছে। তবে সামনের দিনগুলোতে কুয়াশা বেড়ে যেতে পারে। দিনে গরম রাতে ঠাণ্ডা পরিবেশ, ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে পঞ্চগড়ে।