গোয়ালন্দ প্রপার হাই স্কুলে শেখ রাসেল দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৮ই অক্টোবর ২০২২ ০৬:৩২ অপরাহ্ন
গোয়ালন্দ প্রপার হাই স্কুলে শেখ রাসেল দিবস উদযাপন

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কেক কেটে জন্মদিন পালন করেছেন স্কুলের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।


এসময় গোয়ালন্দ প্রপার হাউ স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও সহকারী শিক্ষকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।


জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে প্রপার হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং বক্তৃতা প্রকিযোগিতার আয়োজন করা হয়।


জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের প্রারম্ভে ছাত্র-ছাত্রীদের মধ্যে শেখ রাসেলের স্মৃতিচারন করেন শিক্ষকমণ্ডলি। প্রয়াত শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সবশেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।