পূর্ব শত্রুতার জেরে এহসান বাবুর্চি নামে দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের শত্রুরা। এর প্রতিবাদে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রামের নুরু বাবুর্চির ছোট ছেলে এবং কাউরিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী এহসান গত বুধবার সন্ধ্যায় কাউরিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
উক্ত ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি আটক হয়নি। তাই বৃহস্পতিবার ১১ আগস্ট সকাল এগারোটায় কাউরিয়া স্কুল এন্ড কলেজের সামনে মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় আহত শিক্ষার্থীর ভাই এনামুল বাবুর্চি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সন্ত্রাসীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।