জাতীয় নিরাপদ সড়ক দিবসে গোয়ালন্দে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২২শে অক্টোবর ২০২২ ০৫:১২ অপরাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবসে গোয়ালন্দে আলোচনা সভা

'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডলসহ চার ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বক্তব্যে ইউএনও বলেন, অর্থনৈতিক উন্নয়নের ফলে বিশ্বে আজ বাংলাদেশের নাম সকলেই জানে-চেনে। আর এটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ জনগণসহ পরিবহনের মালিক-চালক-শ্রমিকসহ সকলকে সচেতন হতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সরকারী আইন মেনে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করার অঙ্গিকার করতে হবে।    


অন্যান্য বক্তাগণও তাদের বক্তব্যে নিরাপদ সড়ক ও দুর্ঘটনা প্রতিরোধে সরকার প্রণীত সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারী বিভাগ, যানবাহন মালিক ও শ্রমিকগণসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।