কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
এস আর সাইদ - উপজেলা প্রতিনিধি , কেশবপুর যশোর
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে অক্টোবর ২০২২ ০৬:৫২ অপরাহ্ন
কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগি মাসুদুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী (নতুনহাট বাজার) গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের পূত্র মাসুদুর রহমান তার ক্রয়কৃত ১১৭৩ নং খতিয়ানের সাবেক ৪১০ ও হাল ৪৪৫ নং দাগের ২.৪০ শতাংশ ডাঙ্গা জমি সীমানা প্রাচীর দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছেন। 


বাজারে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও ২০ অক্টোবর গভীর রাতে উক্ত জমির উত্তর পাশের ৩৫/৪০ ফুট পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এব্যাপারে মাসুদুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


থানার এস আই ফিরোজ জানান, সীমানা প্রাচীর ভাংগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তাধীন রয়েছে। তদন্তশেষে দোষীদের গ্রেফতার করা হবে।