শালিস বৈঠকে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: বুধবার ২৩শে নভেম্বর ২০২২ ০৫:০৪ অপরাহ্ন
শালিস বৈঠকে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শালিস বৈঠকে প্রতিপক্ষরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে দুই নারীকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।


আহতরা হলেন উপজেলা খনগাঁও ইউনিয়নের চাঁদপুর এলাকার স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা হরিপ্রসাদ রায়ের স্ত্রী পুস্প রানী বেওয়া ও আনছারুল হকের স্ত্রী জাকিয়া শাহনাজ।


আহত জাকিয়া শাহনাজ জানান বীর মুক্তিযোদ্ধা হরিপ্রসাদ রায়ের স্ত্রী পুস্প রানী বেওয়ার উপর হামলা করছিল এসময় আমি ও আমার স্বামী পুস্প রানী কে উদ্ধার করতে গেলে হামলা কারীরা আমার  ও আমার স্বামীর উপর হামলার করে।


জানা গেছে উপজেলার খনগাঁও ইউনিয়নের  চাঁদপুর এলাকার স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা হরিপ্রসাদ রায়ের পরিবারের সদস্যদের সাথে বিমলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।


আহত পুস্প রানী বেওয়া জানান উক্ত বিরোধীয় সম্পত্তি নিয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় ভাবে ইউপি সদস্য, দুই পক্ষের লোকজন সহ শালিস বৈঠক বসে। বৈঠকে আমরা জমির কাগজ পত্র নিয়ে গিয়েছিলাম হামলা কারী বিমল কোন কাগজ পত্র দেখাতে পারে নি । বৈঠকে চলাকালে হঠাৎ করে হিরত ও তার ছেলে শুভ,বিমল ও তার দুই ছেলে আনন্দ, সুভাষ,মনি রামের ছেলে বিপুল,মনিরাম ও কল্যান সহ দশ থেকে পনেরো জন আমাদের উপর হামলা চালিয়েছে।


শালিস বৈঠকে উপস্থিত  খনগাঁও ইউনিয়নের চাঁদপুর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল ইসলাম মজিদ হামলার বিষয়টি স্বীকার করেন। এ বিষয়টি নিয়ে বসা হয়েছিল দুই পক্ষের সাথে এক পক্ষ কাগজ দেখাতে পেরেছে আরেক পক্ষ দেখাতে পারেনি এই জন্য দুই পক্ষকেই কাগজ পত্র ঠিক করতে বলা হয়েছে তারা কাগজ পত্র নিয়ে আসলে বিষয়টি নিয়ে আবার বসা হবে।


তবে শালিস বৈঠক থেকে দুই পক্ষের লোকজন কে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর এ ঘটনায় ঘটেছে।


এ বিষয়ে হামলাকারী বিমলের সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।


এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।