ছারছিনার মাহফিলে এসে গোসলে নেমে ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩০শে নভেম্বর ২০২২ ০৮:১৯ অপরাহ্ন
ছারছিনার মাহফিলে এসে গোসলে নেমে ছাত্র নিখোঁজ

ছারছিনা দরবার শরীফের ইছালে সওয়াব মাহফিলে এসে, সন্ধ্যা নদীতে গোসলে নেমে তৌসিব নামে বার বছরের এক ছাত্র নিখোঁজ হয়েছে। ওই ছাত্রটি খানকায়ে ছালেহিয়া একটি দীনিয়া মাদরাসায় পড়াশুনা করে। বুধবার দুপুরে ওই ছাত্রের সাথে গোসল করতে নামা আরো দুজন ছাত্র তীরে উঠতে পারলে তৌসিব নামের ছেলেটি স্রোতের টানে নদীতে ডুবে যায়।


স্থানীয় ডুবরী, ফায়ার সার্ভিসের ডুবরিরা ব্যাপক ভাবে অনুসন্ধান চালিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।


তথ্য সূত্রে জানাযায়, ওই ছাত্রটি সহ চল্লিশ সদস্যদের একটি টিম গতকাল ছারছিনা দরবার শরীফের ইছালে সওয়াব মাহফিলে আসে। মাহফিলের দ্বিতীয় দিনে বেলা বারটার দিকে তৌসিব সহ সাথে থাকা কয়েকজন গোসল করতে নদীতে নামে। সাথে থাকা সবাই সাঁতার কেটে কিছুটা দুরে যায়। এসময়, দু'জনে সাতার কেটে তীরে উঠতে পারলেও তৌসিব পানিতে ডুবে যায়।

 

খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস টিম সহ বরিশাল ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবরি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। 


ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান, বরিশাল থেকে ফয়ার সার্ভিসের ডুবরী এনে অনুসন্ধঅন চালানো অব্যহত রয়েছে।


নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, সিনিয়র সহকারী পুলিস সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেনপিপিএম স্যারসহ পুলিশের কয়েকটি টিম নদীতে টহল অব্যহত রয়েছে।