হিজলায় রোকেয়া দিবসে ৪ জন জয়িতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শুক্রবার ৯ই ডিসেম্বর ২০২২ ০৩:৪৭ অপরাহ্ন
হিজলায় রোকেয়া দিবসে ৪ জন জয়িতাকে সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় চার ক্যাটাগরিতে চারজন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।


উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটায়, উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির গুরুত্ব বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন।


আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, তথ্য আপা শাহাতাজ আক্তার, শিক্ষক মন্ডলী, গণমাধ্যমকর্মী, জয়িতাগণ সহ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুবিধাভোগী সদস্যরা। 


আলোচনাসভার শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জান্নাতুল ফেরদাউছ , সফল জননী মোসাঃ মাহমুদা খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা মোসাঃ হেলেনা বেগম পনিরা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোসাঃ ফাতেমা খাতুনকে উপজেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানকরা হয়েছে ।