হিলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাগদোড় প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন
হিলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাগদোড় প্লাজায় আগুন

দিনাজপুরের হিলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাগদোড় প্লাজায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই প্লাজায় থাকা দুটি দোকান পুরে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হিলি স্থলবন্দর এলাকার চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।


হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হিলির বাগদোড় প্লাজায় আগুন লাগে। পরে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।


তিনি আরও বলেন, আগুনে সেখানে থাকা দুটি দোকানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।