সূর্যের দেখা নেই পাবনায়, বিপাকে ছিন্নমূল মানুষ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ ০৬:৫২ অপরাহ্ন
সূর্যের দেখা নেই পাবনায়, বিপাকে ছিন্নমূল মানুষ

পাবনায় গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে তীব্র শীতে নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।


ঘন কুয়াশায় ঢেকে থাকছে সারাদিন। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেক নিম্নবিত্ত মানুষ। দৈনন্দিন কাজে বের হতে পারছে না অনেকে। শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে দরিদ্র ছিন্নমূল মানুষ।


ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, শনিবার (৭ জানুয়ারি) তথ্য অনুযায়ী ঈশ্বরদী উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে শীত আরো বাড়তে পারে।