দেবীদ্বারে অগ্নীকান্ডে কোটি টাকা ক্ষতি; হতাশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শনিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩২ অপরাহ্ন
দেবীদ্বারে অগ্নীকান্ডে কোটি টাকা ক্ষতি; হতাশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

কুমিল্লা দেবীদ্বারে অগ্নীকান্ডে কোটি টাকা ক্ষতিগ্রস্থ। এতে হতাশ হয়ে পরেছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা। শনিবার রাত আনুমানিক সোয়া ১টায় উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের পান্নারপুল ষ্টেশনে আগুন লেগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


সরেজমিনে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার রাত সোয়া ১টার দিকে মদিনা বেকারী থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে মুহূর্তেই তা পার্শবর্তী অন্যান্য দোকানে ছড়িয়ে পরেছে বলে জানা গেছে। অগ্নীকান্ডে ১টি বেকারী, ১টি  সিএনজি অটো পার্সের দোকান, ১টি ফার্নিচারের দোকান ও একটি সেলুনসহ মোট ৫টি দোকান পুরে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়িরা।


আগুনের লেলিহান শিখা যখন চারপাসে ছরিয়ে পরে তাৎক্ষনিক খবর দেওয়া হয় মুরাদনগর ফায়ার সার্ভিসকে, খবর পেয়ে দ্রুত চলে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নুরুল হুদা বলেন, রাত দেড়টার সময় অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা ছাড়াবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের মাধ্যমে জানা যাবে।