পিরোজপুরে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের জেলা স্টেডিয়াম মাঠে দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এ মেলার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ সহ নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।
মেলায় দেশী-বিদেশী বিভিন্ন পন্য ও আসবারপত্র পাওয়া যাবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য কিছু রাইড আছে মেলায় যা শিশুদের আনন্দ ও বিনোদন দিতে পারবে। মেলায় ৬৫ টি স্টল আছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।