হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৪ অপরাহ্ন
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৭টায় পৌর শহরের ফকিরপাড়া (ধরন্দা) এলাকায় হিলি সীমান্তের ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারত অভ্যন্তরে কুন্ডুর চাতাল নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাহাবুল হোসেন (২৪) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার কাউন্সিলর শফিকুল ইসলাম (কেবলা)। তিনি বলেন, নিহত শাহাবুল ইসলাম পৌর শহরের ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার বাবা স্থানীয় গোডাউনে নাইট গার্ড এর কাজ করে। আমার জানামতে সে খুব ভালো মানুষ। বিএসএফ এর গুলিতে তার ছেলে নিহতের ঘটনা শুনেছি কিন্তু লাশের কোন খবর এখনো পাইনি। বিজিবি'র বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে পরিবারের লোকজন।নিহতের লাশের অপেক্ষায় বাবা, মা-স্ত্রীসহ স্বজনরা অপেক্ষার প্রহর গুনছে বলে জানান তিনি।


এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে লাশের বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি।প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি ভারত অভ্যন্তরের, তাই এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।