সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে নিহত ৯, আহত ২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে এপ্রিল ২০২৩ ০৮:১০ অপরাহ্ন
সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে নিহত ৯, আহত ২৯

সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের সবাই পাকিস্তানি বলে জানা গেছে।বুধবার (১৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


খবরে বলা হয়, পাকিস্তানি ওই নাগরিকরা ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত হন। এ ছাড়া ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যেও ৫ জন পাকিস্তানের নাগরিক।


নিহতরা পাকিস্তানের নানকানা সাহেব শহরের পার্শ্ববর্তী ইসলামনগর ও চক-১৮ গ্রামের বাসিন্দা। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করছিলেন। তবে অন্যান্যরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।