দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সন্মুখ সমর পরিদর্শন করেছেন ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থীরা।
সোমবার (৮ মে) দুপুরে মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদের (এএফডাব্লিউসি,এনডিসি,পিএসসি) নেতৃত্বে সেনা, নৌ, বিমান বাহিনীর সমন্বয়ে ৭২ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল হিলি সীমান্তে আসলে দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আশগর, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় হিলি সীমান্ত এলাকায় যে ভয়াবহ সন্মুখ যুদ্ধ হয়েছিল সে সময়কার ইতিহাস ও যুদ্ধকালীন সময় সম্পর্কে ধারণা নেন।
এসময় সেখানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলি, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, আবুল কালাম তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধকালীন সময়ের ধারণা দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।