দিনাজপুরের হিলিতে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ধান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই বাওনা গ্রামে নিজ বাড়ির পাশের একটি নির্মানাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান,সাইফুল ইসলাম গতকাল সোমবার ধান কেনা কাটা শেষে রাতে বাড়ি ফেরেন।এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।সকালে পারিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি নির্মানাধীন বাড়িতে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখলে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।তবে বিষয়টি হত্যা না আত্যহত্মা তা জানতে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।