মহিপুরে ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৯শে মে ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন
মহিপুরে ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

পটুয়াখালীর মহিপুরে রাখাইন প্রকল্পের সহযোগিতায় কারিতাস আইসিডিপি গঠিত ১৮ টি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে কারিতাস মহিপুর সাইক্লোন শেল্টার মিলনায়তনে সুফলভোগীদের কাছে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। 


বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, মহিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপবিহারাধ্যক্ষ ইন্দ্রবংশভান্তে, সিসিইউ ফেডারেশন নেতা দামো রাখাইন প্রমুখ। প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন, সঞ্জীব চন্দ্র রায়। 


কারিতাস আইসিডি প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা মংম্যা রাখাইন জানান, ১৮ টি ক্রেডিট ইউনিয়নে রাখাইন নারনারী এবং অন্য সম্প্রদায় মিলে মোট সদস্য সংখ্যা ২৫২৫ জন। এদের শেয়ার ও সঞ্চয়ের পরিমান ৬৮ লাখ টাকা। রাখাইনরা জানান, তারা এখন এই প্রকল্পের মাধ্যমে নিজেদের মধ্যে ঋণ দেয়া-নেয়ার কাজ করতে পারবেন। করবেন জীবনমানের উন্নয়ন। 


রাখাইন যুবরা এ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।