টেকনাফে বিজয় টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৩১শে মে ২০২৩ ০৬:৫৯ অপরাহ্ন
টেকনাফে বিজয় টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

টেকনাফে বিজয় টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় টেকনাফেও বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষীকি রেলী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিজয় টেলিভিশনের টেকনাফ উপজেলা প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। 


বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির ন্যান্স নায়েক মোঃ মারুফ হোসেন, টেকনাফ কোস্টগার্ড স্টেশনের চীফ পেটি অফিসার এম মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস, উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ হানিফ,


টেকনাফ মডেল থানার এসআই তোফায়েল ইসলাম, পৌর মেয়রের উপদেষ্টা ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ  ইলিয়াস, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক আমান উল্লাহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ ইসরাফিল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল বাধন, দৈনিক দেশকালের টেকনাফ প্রতিনিধি ও পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, রাইজিং বিডির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মাদ শাহজাহান, আওয়ামীলীগ নেতা জহির হোসেন এমএ, রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন,


দৈনিক যায় যায় দিনের টেকনাফ প্রতিনিধি মোঃ আরফাত সানি, গোদারবিল রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, সমাজসেবক আলহাজ্ব দীল মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলম, এলটি স্পোর্টস মিডিয়ার পরিচালক নোমান হাশেমী, যুবলীগ নেতা নুরুল আমিন প্রমূখ। এছাড়াও এ সময় আরও সরকারী বেসরকারী কর্মকর্তাগণ, শ্রোতাগণ, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষীকি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। 


বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারণার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিজয় টিভি। পাশাপাশি টেকনাফে সরকারী বেসরকারী সকল উন্নয়নের ওপর বিজয় টিভির টেকনাফ উপজেলা প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের পাঠানো নিউজ প্রতিনিয়ত তুলে ধরে অগ্রণী ভূমিকা পালন করছে। বিজয় টিভি বিজয়ের কথা বলে। মুক্তিযুদ্ধের কথা বলে। যেখানে সমস্যা সেখানে বিজয় টিভি। বিজয় টিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।