জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেব : খায়ের আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১২ই জুন ২০২৩ ১২:৩১ অপরাহ্ন
জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেব : খায়ের আবদুল্লাহ

ভোট দেওয়ার পর খুলনা সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, সবগুলো কেন্দ্রে খুব ভালো ভোট হচ্ছে। ভোটের পরিবেশ সন্দুর। এভাবে নির্বাচন হলে, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেব।


সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।


অন্য প্রার্থীদের অভিযোগ বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করছেন। আমি খুব আনন্দিত, কারণ ভোটাররা কেন্দ্রে আসছে এবং ভোট দিচ্ছেন।


মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।


এদিকে ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।