ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, মেহেদীগঞ্জ উপজেলার রিপনের মেয়ে নিপামনি (১), রিপন হাওলাদারের স্ত্রী আইরিন আক্তার (২২) ও কাঠালিয়া এলাকার তৈয়বুর রহমানের মেয়ে সালমা আক্তার মিতা (৪২)। রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামের মাও. নজরুল ইসলামের মেয়ে খুশবো আক্তার (১৭), বলাইবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে নয়ন (১৬)। ভান্ডারিয়া পৌরসভার মুজাফফর আলীর ছেলে সালাম মোল্লা (৬০), মৃত মাওলানা নজরুল ইসলামের খাদিজা বেগম (৪৩), পান্না মিয়ার ছেলে তারেক রহমান (৪৫)। উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম (৮০), মৃত. সালাম মোল্লার ছেলে শাহীন মোল্লা (২৫)।
ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের জালাল হাওলাদারের মেয়ে সুমাইয়া (৬), রিজাভ পুকুর পাড় এলাকার মৃত. লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০)। বাখরগঞ্জ উপজেলার চর বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুল্লাহ (৮), মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার।
ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।