লাখো নেতা-কর্মী নিয়ে শান্তি সমাবেশে উপস্থিত থাকব: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ২৬শে জুলাই ২০২৩ ০৩:০১ অপরাহ্ন
লাখো নেতা-কর্মী নিয়ে শান্তি সমাবেশে উপস্থিত থাকব: শামীম ওসমান

সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশে কাল (বৃহস্পতিবার) ঢাকার সমাবেশে আমি নিজেই লাখো নেতা-কর্মী নিয়ে উপস্থিত থাকব।  


বুধবার (২৬ জুলাই) ঢাকায় যাবার বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।এর আগে দুপুরে যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশের ফেরেন তিনি। বাংলাদেশে ফিরেই আজ বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভার ডাক দেন তিনি।


নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু জানান, নারায়ণগঞ্জ থেকে সকল বাস ও ট্রাকযোগে নেতাকর্মীরা ঢাকায় যাবেন আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে। ঢাকায় যদি বিএনপি জামায়াত কোনো নৈরাজ্যের চেষ্টা করে তাহলে সেটি শক্ত হাতে প্রতিরোধ করা হবে।


নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমি কিছুক্ষণ আগেই দেশে ফিরেছি এবং নেতাকর্মীদের বিকেলে ডেকেছি। কাল সমাবেশে আমি নিজেই লাখো নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকব।